
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: একটা কনসার্টের ভিডিও ঘিরে ফের সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের মুখে পড়েছেন সলমন খান। মঞ্চে নাচার সময় আচমকাই উঠে যায় তাঁর টি-শার্ট, আর সবার নজর আটকে যায় তাঁর পেটের দিকে! কারণ জামা ঠেলে উঠে যাওয়ার কারণ বড়সড় ভুঁড়ি! এই সামান্য মুহূর্তই ভাইরাল, আর তাতেই শুরু কটাক্ষ, ব্যঙ্গ, আর অনবরত ট্রোল। তবে পালটা জবাবে মাঠে নেমেছেন সালমান ভক্তরা— বলছেন, “ভাই তো ৬০ বছরের, ছাড় দিন!”
ভিডিওটি সলমনের ভ্যাঙ্কুভারের একটি কনসার্টের বলে মনে করা হচ্ছে, যেখানে তিনি ‘টাইগার থ্রি’-র হিট গান ‘লেকে প্রভু কা নাম’–এ তুমুল এনার্জিতে পারফর্ম করতে দেখা যাচ্ছে ভাইজান কে। কালো টি-শার্ট, কালো প্যান্ট, তার উপর ব্ল্যাক-সিলভার জ্যাকেটে সাজানো ভাইয়ের লুক, সঙ্গে অসাধারণ ব্যাকআপ ডান্সারদের দল। কিন্তু নাচের মাঝেই যখন সলমনের শার্ট একটু ওপরে উঠে যায় আর দেখা যায় বেল্ট ঠেলে বেরিয়ে আসছে তাঁর ভুঁড়ি — ব্যস! তখনই কোমর বেঁধে মাঠে নেমে পড়েন শুরু ট্রোলাররা।
কেউ বলছেন, “এই শরীর নিয়ে মঞ্চে ওঠার সাহস!” তো কেউ লিখেছেন, “একটা সময়ে ফিটনেস আইকন ছিলেন, এখন দেখুন অবস্থা!” কিন্তু এইসব ট্রোলের জবাব দিতে এবার সামনে এগিয়ে এলেন সলমন ফ্যানরা। একজন ফ্যান লিখেছেন, “ভাইয়ের বয়স ৬০-এর কাছাকাছি, একটু পেট বাড়তেই পারে। তাতেই এত কান্নাকাটি কেন?” আরেকজন যোগ করেছেন, “সলমন তো সেই মানুষ যিনি ভারতে বডি বিল্ডিং ট্রেন্ড চালু করেছিলেন, আজ একটু ওজন বাড়লেই ট্রোল! এত দু'মুখো কথাবার্তা, এত ভণ্ডামি কেন?”
আরও একজন লিখেছেন, “ভাই সলমন তো একজন মানুষ, রোবট তো নয়। ২০ বছর বয়সীদের মত নাচার আশা করছ কেন ওঁর থেকে?” কেউ আবার মনে করিয়ে দিচ্ছেন, “যিনি এত বছর সুপারফিট ছিলেন, এবার একটু খেয়ে-পরে মজা নিক। ওঁর কেরিয়ার, শরীর— সব কিছুর জন্য উনি বহু কিছু অর্জন করেছেন।”
কেউ বলছেন, “৫৯ বছর বয়সে এত এনার্জি থাকা সোজা কথা নয়।” আবার একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী খানিক তাচ্ছিল্যের সুরে ট্রোলারদের বলছেন, “তোমার বাবাকেও একবার দেখে নাও, ওঁর সঙ্গে তুলনা করে দেখো সলমন কতটা ফিট।” এক ফ্যান স্পষ্ট বলেই দিলেন, “এটাই তো একটা প্রাকৃতিক ব্যাপার... শরীরের বার্ধক্য। এত বছর পরও ওঁর মাংসপেশি আছে, এটাই বা কম কী?”
অবশ্য এই বিতর্কের মাঝেই অনেকেই খোঁচা দিতে ভোলেননি সালমানের সাম্প্রতিক ছবি ‘সিকান্দর’-এর বক্স অফিস ব্যর্থতা নিয়েও। ২০২৩-এর পর সিকান্দার-এর মাধ্যমে রূপোলি পর্দায় ফেরেন ভাই, কিন্তু দুর্বল চিত্রনাট্য আর ফিকে গল্পের কারণে মন কাড়তে পারেননি দর্শকদের।
তবু ‘ভাই’-এর ভক্তরা জানিয়ে দিচ্ছেন— বড় পেট হোক বা বড়পর্দা, সলমন ভাইয়ের জন্য ভালবাসা অটুট থাকবেই!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!